বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল বারী এর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়টির সামনের সড়কে প্রায় ৩ ঘন্টা ব্যাপী এ বিক্ষোভ ও মানববন্ধনে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে।
মানববন্ধনের ব্যানারে দফা এক দাবি এক প্রধান শিক্ষকের পদত্যাগ।তদন্ত হলো না কেন জবাব চাই জবাব দিন।আমাদের দাবি মানতে হবে,আমাদের স্কুলে দুর্নীতি চলবে না চলবে না। প্রধান শিক্ষকের দালালেরা হুশিয়ার সাবধান।আমাদের দাবি মানতে হবে মানতে হবে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, আমরা ৭২ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি।পদত্যাগ না করলে আমরা লাগাতার কর্মসূচী পালন করবো। আমাদের এক দফা এক দাবি প্রধান শিক্ষকের পদত্যাগ চাই।
বিদ্যালয়টিতে অনুপস্থিত প্রধান শিক্ষক এনামুল বারীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে একটি মহল শিক্ষার্থীদের দিয়ে মিথ্যা বানোয়াট অভিযোগ তুলেছে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তৌহিদুল রহমান বলেন, বিষয়টি জেনেছি।প্রধান শিক্ষকের তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যা তদন্ত চলমান।তিনি দোষী হলে ব্যবস্থা নেওয়া হবে।