বাঙালি এক জাতি
সীমা ইসলাম
হিন্দু মুসলিম সবাই মোরা
বাঙালি এক জাতি,
ভেদাভেদ সব ভুলে এসো
দেশ গড়াতে মাতি।
হাঙ্গামা আর হামলা করে
দেশের হবে ক্ষতি,
সবাই মিলে গড়বো এই দেশ
স্থির করে মতি।
স্বাধীন দেশে স্বাধীনভাবে
বলবো সবাই কথা,
কারও মনে কোন দিনও
দিবো না আর ব্যথা।
ন্যায়ের পক্ষে সবাই মোরা
একই সাথে লড়বো,
বৈষম্যহীন বাংলাদেশটা
নতুন ভাবে গড়বো।
স্বৈরাচারী জুলুমকারী
থাকবে না আর দেশে,
ঐক্যবদ্ধ হয়ে চলবো
থাকবো স্বাধীন বেশে।