মানুষ সামাজিক জীব।সমাজ নিয়ে চলতে মানুষ পছন্দ করে।চলা-ফেরা,উঠা- বসা,লেন-দেন ইত্যাদির ক্ষেত্রে মানুষ চরমভাবে মানুষের সম্মুখীন।এ পৃথিবীর অগণিত মানুষ থেকে আমরা চলার পথে পরিচিত হয়ে থাকি অনেকের সাথেই। চলার পথে আবার বন্ধুত্বও গড়ে উঠে প্রিয় কিছু মানুষের সাথে।নিজের অজান্তেই তারা মনের মাঝে জায়গা করে নেয়।আমরাও তাদেরকে বিশ্বাস করে দীর্ঘ পথের সফর সঙ্গী হওয়ার স্বপ্ন দেখি।স্বপ্ন দেখি সুন্দর একটা সম্পর্কের।নিজেদের ভালো লাগার মধ্যে মিশিয়ে ফেলি তাদেরকে। বলতে গেলে এক পর্যায়ে সম্পর্কের প্রতি আমাদের চরম এক মোহ কাজ করে।আর এই সুযোগ নিয়েই মানুষরুপি কিছু ভিন্ন মানুষ আমাদের সাথে বেইমানী করে। বেইমানী করে সম্পর্ক নামক শব্দের সাথে।আঘাত করে বিশ্বাসের উপর। ভুলে যায় তারা মানুষের অবদানকে এবংকি অসময়ে মানুষের সাহায্যের হাতকেও অস্বীকার করতে ভুল করে না। তাদের স্বার্থের কাছে হেরে যায় সম্পর্ক, ঘৃণা জমে নিজের বিশ্বাসের প্রতি।
আসলে এ রকম মানুষ কখনো আপন হয় না,নিজেদের স্বার্থে আপন সাজতে আসে মাত্র। স্বার্থ হাসিল হলেই তাদের আসল রুপ প্রকাশ পায়।
সুতরাং যারা নিজেদের স্বার্থ মিটাতে কাছে আসে তাদের থেকে আমাদের শত হাত দূরে থাকা উচিত।পরিত্যাগ করা দরকার এ রকম লোকদের।পার্থক্য বুঝা উচিত মুখ আর মুখোশের।
মনে রাখতে হবে, স্বার্থপর আর সুবিধাবাদী মানুষ মানেই বিপদজনক।সুতরাং তাদেরকে যত পরিত্যাগ করে চলতে পারবে ততই জীবন সুন্দর হবে।