মাদক-নেশা
ইমরান খান রাজ
মাদক-নেশায় করছে যারা
নিজের জীবন ধ্বংস,
আপন পায়ে মারছে কুড়াল
বাড়ছে পাপের অংশ।
কুচিন্তা মাথায় নিয়ে
করছে খারাপ কাজ,
মানুষ রুপী পশু যারা
নেই তাহাদের লাজ!
অন্যায় পথে গড়ছে ধন
সুখ পায়না মনে,
পাপিষ্ঠ আত্না ক্ষয় হবে
কামনা করে সর্বজনে।
মাদক-নেশা ছেড়ে দিয়ে
সৎপথে করো কাজ,
মানুষের মতো মানুষ হবো
শপথ করো আজ।