মানুষ
মুহাম্মদ আলম জাহাঙ্গীর
সমাজ মাঝে চলতে গিয়ে আপন কর্ম কাজে
সত্যকথা বলে যেজন কয়না আজে-বাজে।
যার মুখের দ্বারা হয়না ক্ষতি কিংবা চোখ টানে
কোনটা হাতের পায়ের ক্ষতি জানে সে তা জানে।
মদ গাজা ডাল খায়না কভূ নশ্বরী এ ধরায়
ধনদৌলত আর গাড়ি-বাড়ির সে করেনা বড়ায়।
লাখ আমানত দ্যায় ফিরে সে খায়না মেরে কভু
আসলে হাজার বিপদ-বাঁধা আসলে মরন তবু।
সুদ ঘুস চুরি সে করেনা কয়না মিছা কথা
কফ থুথু মল সে ফেলায় না ধরায় যথাতথা।
ঘাম শুকানোর আগে সেতো দেয় শ্রমিকের মাইনে
সব শ্রমিকে দেয় সে বেতন কোরান হাদিস আইনে।
ধনী গরীব সকল মানুষ তার কাছে ভাই সমান
ধরায় সকল অন্যায় কাজ সে কোরান মতে দমান।
তার কাছে ভাই মানুষ আগে আর পরিচয় পরে
সমাজ দেশের ভালোর তরে সতত চিন্তা করে।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান কিবা অন্য জাতি
সুখে দুখে সবার পাশে থাকে হয়ে সাথি।
ধর্ম মতে চলে যে জন এই ধরনীর মাঝে
তার জীবনের প্রতি সেকেন্ড মিনিট কথায় কাজে।
বিবেক-বুদ্ধি নিয়ে চলে কয়না কথার ফানুস
যার মাঝে পাই ধরায় এ গুন সেই প্রকৃত মানুষ।