ফন্দিফিকির
আয়াজ আহমদ মাঝারভূঁইয়া
কষ্ট করে নষ্ট কামে
আসল কাম নাই জানা,
খুব সেয়ানা ছল-চাতুরে
চোখ থাকিতে কানা।
অংক পারে ভাষা পারে
লিখতে পারে গল্প,
গাড়ি নিয়া গ্ৰহে ছুটে
জন সমুখে জল্প।
মিথ্যাবাদী মায়াকান্না
ভঙ্গি করে নানা।
বিজ্ঞাপনে বিজ্ঞাপিত
মুখোশ পরা ভেড়া,
প্রতিশ্রুতির গোলা ছুড়ে
তার মাথাতে ছেঁড়া।
চোরের সাথে ফন্দিফিকির
কার ঘরে দেয় হানা।
গোলাম বেটা বাবু সেজে
কোর্ট কাছারি হাঁটে,
পত্রিকাটি উল্টো ধরে
মগ্ন মরণ পাঠে।
খায় যে বেশি সর্বনেশি
পেটটা দিছে টানা।