কবিতাঃ গোলাপের বাগান
মোঃ জাবেদুল ইসলাম
যেখানে গোলাপের চাষ করা হয়,
সেখানে গোলাপ গাছগুলো,
তাজা রক্তের মতো লাল হয়
গাছ গুলো সতেজ হয়ে উঠে।
বাগানের ভেতর প্রতি গাছে,
বাগান পরিচর্যা কর্মী নিড়ানি
দেয় পানি ঢালে আগাছা কেটে
বাগান পরিস্কার করে এবং
গাছগুলোর নিরাপত্তা বেষ্টনীও,
দিয়ে রাখেন বাগানের মালিক।
পাহাড়াও দেয় ঘুরে ঘুরে দেখেন,
খেয়াল রাখেন বাগানের প্রতি।
গোলাপের গাছ প্রতিটি তরতাজা,
হ’য়ে হিষ্ট পিষ্ট মোটা তাজা হয়।
লাল গোলাপ সবুজ পাতা দিয়ে,
মোড়ানো তার ভিতর থেকে কলি।
পুরো বাগান লাল সবুজে ছাওয়া,
দুলছে গোলাপগুলো মৃদু হাওয়ায়।
হঠাৎ ঋতু পালাবদল হয়ে আসে।
গোলাপ গুলো শুকনো হয়ে ঝরে পরে।
মালিকের আকাঙ্খা সব লুটিয়ে,
যায়, ঝরে যায় গাছের প্রতিটি ফুল।
গোলাপের বাগান আর হলো না মালির,
ঝরে যায় গোলাপগুচ্ছ ভোরের হাওয়ায়।