এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মুল করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু করে শালিখা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ পূর্বক স্বস্থানে গিয়ে শেষ হয়।
রোববার(২৯ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তন কক্ষে র্যালি পরবর্তী আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইমুন নিসা, স্বাস্থ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা আব্বাস উদ্দিনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা: সাইমুন নিসা বলেন, কুষ্ঠ রোগ একটি নির্মূল যোগ্য ব্যাধি সময়মতো যথাযথভাবে চিকিৎসা সেবা গ্রহণ করলে কুষ্ঠ রোগের প্রতিকার করা সম্ভব।তাই সবাইকে কুষ্ঠ রোগ কে ভয় না পেয়ে চিকিৎসকদের পরামর্শপূর্বক তা নির্মল করার অনুরোধ জানান।