শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

শ্রমিক অসন্তোষ অস্থিরতা বন্ধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান হানিফ বাংলাদেশীর

গার্মেন্টস সেক্টরে শ্রমিক অসন্তোষ অস্থিরতা বন্ধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন সমতা পার্টির আহ্বায়ক হানিফ বাংলাদেশী।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় সমতা পার্টির কার্যালয়ে পার্টির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

টঙ্গী সাভার কোনাবাড়ি,মাওনা শ্রীপুর আশুলিয়া ও গাজীপুরে শিল্প অসন্তোষে উদ্বেগ প্রকাশ করে হানিফ বাংলাদেশী বলেন, কারখানা বন্ধ করে সমস্যার সমাধান হবে না। শ্রমিকদের সঙ্গে তাদের দাবি দাওয়া নিয়ে আলাপ ও আলোচনা করে তাদের ন্যায্য দাবি পূরণসহ সঙ্কট সমাধানের উদ্যোগ নিতে হবে। সরকার ও মালিক পক্ষকে অবশ্যই এই ব্যাপারে জরুরী পদক্ষেপ নিতে হবে। শিল্পাঞ্চলে অস্থিরতায় বিশেষ করে স্বার্থান্বেষী মহলের ইন্ধন রয়েছে কিনা অবশ্যই খতিয়ে দেখতে হবে ঝুট ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে ও ক্ষমতার পালাবদলের সাথে সাথে ঝুট ব্যবসায়ীদের পালাবদল ঘটেছে এই বিষয়ের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।

শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি কমিশন গঠন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে হানিফ বাংলাদেশী বলেন, জীবনযাত্রার সামগ্রিক ব্যয় বিবেচনায় নিয়ে দ্রুততার সঙ্গে মজুরি কমিশন গঠনের উদ্যোগ নিতে হবে। অনতিবিলম্বে শ্রমিকদের জন্য মহার্ঘ ভাতা চালু করার দাবি জানাচ্ছি। পাশাপাশি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারদের পুনর্বাসনের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান হানিফ বাংলাদেশী।

সভায় উপস্থিত ছিলেন জামাল উদ্দিন রাসেল, এনায়েত আহমেদ, মোহাম্মাদ শিহাব উদ্দিন, সোরভ হোসেন বেলাল, শামছুদিন রাকিব,জহির আহমেদ, আবু নমান,আল কাউছারসহ দলের নেতৃবৃব্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ

x
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com