বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুতে বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গভীর শোক এবং সমবেদনা জানানো হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, তিনি ছিলেন একজন দায়িত্বশীল সাংবাদিক।তার মৃত্যুতে বাংলাদেশ একজন গুণী সাংবাদিককে হারালো।তিনি বেশ কিছু দিন ধরে অসুস্থতা নিয়ে ঢাকার বিভিন্ন মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন।