তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজশাহীর মানু।সবচেয়ে বিপাকে পড়েছেন পথচারী ও শ্রমজীবীরা।জীবন জীবিকার তাগিদে তীব্র তাপদাহে বাহিরে আসতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের।
এসব মানুষদের কথা চিন্তা করে ঠান্ডা পানি ও শরবত বিতরণ কার্যক্রম শুরু করেছে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
২৩ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে সাহেব বাজার, জিরো পয়েন্টে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করে রাজশাহী মহানগর যুবদলের নেতাকর্মীরা ।
এমন কার্যক্রমে যুবদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানাচ্ছেন স্থানীয়রা।তারা বলেন, এই গরমে বেশি বেশি তৃষ্ণা পায়।এছাড়া দূরদূরান্ত থেকে অনেকেই শহরে এসে হাঁপিয়ে যান।অন্তত এখান থেকে পানি পান করে সাধারণ মানুষ তৃষ্ণা মেটাতে পারবেন এবং একটু স্বস্তি পাবেন।
যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ।এমন অবস্থায় খেটে খাওয়া শ্রমিক ও সাধারণ পথচারীদের একটু স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ ঠান্ডা পানি ও শরবত বিতরণ করা হচ্ছে।তাপদাহ যতদিন থাকবে আমাদের এই কার্যক্রমও অব্যাহত থাকবে।এই তীব্র গরমে পথচারীদের সতেজ রাখতেই আমার এই উদ্যোগ।