অধ্যয়ন
মোঃ রহমত আলী
দুর্বলকে সজোরে আঘাত,
শক্তকে দূর থেকে প্রণাম,
ভাগ্যকে দুষে কি লাভ !
ধোঁকা দেওয়া যার স্বভাব।
আতর মাখা পরিষ্কার লেবাস,
অথচ ইন্ধনদাতা আগুনের মূল,
অযথা আমি-আমি মারে ফুল,
দুর্বার দেখায় কারবার,
দুর্বল দেখে মহা হুঙ্কার।
প্রতিবাদে পূজারী বেজার,
সত্য কথায় বেজায় সংঘাত,
মিথ্যা বলায় জয়-জয় না
অক্ষরে অক্ষরে আঁকা কথন,
দুর্লভ নিরক্ষর ভক্তের অধ্যয়ন,
দুর্দান্ত নীরবতায় ভণ্ডতা বপন,
দুর্জয় কান্না অসহায়ের গোপন।