বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীতে সাঁতার কাটতে গিয়ে রাকিবুল হাসান রাকিব (২২) নামের এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে।অপর চার বন্ধুকে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় উদ্বার করেছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সাড়ে ১২ টায় উপজেলার নারচী ইউনিয়নের গনকপাড়া বাঙালি নদীতে এই ঘটনা ঘটে।
তবে সন্ধ্যা ৭ টায় এ রিপোর্ট লেখা অবধি রাজশাহী ও সারিয়াকান্দি ডুবুরি দল চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি।
নিহত রাকিব গাবতলী উপজেলার তেলিহাটা পাচানীপাড়া এলাকার সৌদি প্রবাসী টুটুল মোল্লার ছেলে।সে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র।
নারচী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য তরিকুল বলেন, আজ বেলা ১২টার দিকে বন্ধুদের সাথে ঘুরতে এসে নদীতে গোসল করতে নামেন রাকিব।বন্ধুদের সাথে নদীর এপার থেকে ওপারে সাঁতার কাটতে গেলে নদীর মাঝপথে ডুবে গেলে আর উঠে আসেনি।
সারিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের (ভারপ্রাপ্ত) ইনচার্জ সুজন মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাই।ইতোমধ্যেই রাজশাহী ডুবুরি দলকে জানানো হয়েছে।তারা এসে উদ্ধার অভিযানে যোগ দেবেন।