বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) ঢাকা অফিসে সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকুরি করেন মো. মনিরুল ইসলাম।দীর্ঘদিন আছেন একই পদে একই কর্মস্থলে।
তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নে।তার বাবা নুর মোহাম্মদ হাওলাদার ওরফে নুরু মেয়া বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন।
রবিবার (২২ সেপ্টেম্বর) মহাপরিচালক বিজি প্রেস বরাবর ডাক যোগের মাধ্যমে এই মনিরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ উপার্জন, বাউফলের স্থানীয় রাজনীতিতে অস্ত্রের যোগান দেয়া, সন্ত্রাসী কর্মকান্ড করা, অন্যের জমি জোর করে দখল করা ও বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করার অভিযোগ এনে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।আর এই অভিযোগ করেছেন বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের বাসিন্দা রুহুল আমিন নামের এক ব্যক্তি।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, মনিরুল ইসলাম নিজ গ্রামে আওয়ামী লীগ সরকারের প্রভাব বিস্তার করতেন।প্রশ্ন ফাসের অবৈধ টাকায় নিজ এবং ছোট ভাই জহিরুল ইসলাম দুলালের নামে উপজেলার বিলবিলাসে মৌজায় ৫৩ নং খতিয়ানের ১০৬৫ নং দাগে ২০ শতাংশ জমি কিনেছেন এবং ঢাকার বংশালে ২০৫ নং খাতিয়ানে ও ১০৪৫ দাগে ১০ শতাংশ জমি কিনেছেন।এছাড়া ঢাকার দয়াগঞ্জ মোড়ে ল্যাবএইড এর ৮ তলায় একটা ফ্লাট রয়েছে যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।নিজের ও ভাইদের নামে বিভিন্ন ব্যাংকে এফডিআর আছে।
এছাড়া তিনি প্রশ্ন ফাস করে নিজের ভাগ্নেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করিয়েছেন প্রশ্ন দেয়ার কথা বলে অনেকের থেকে প্রচুর টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়েছে অভিযোগে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. মনিরুল ইসলামকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।