সারিয়াকান্দি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সারিয়াকান্দি উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সেনা কর্মকর্তা আহসান হাবীব, থানা অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান,পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, বগুড়া জেলা জামায়াতে কর্ম পরিষদ সদস্য অবঃ অধ্যাপক জহুরুল ইসলাম, উপজেলা জামায়াত আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিউল আলম ডুয়েল, ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল আলম,হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অরুনাংশু কুমার সাহা, ডিগ্রি কলেজের সহকারি অধ্যক্ষ নজরুল ইসলাম, প্রকৌশলী (এলজিইডি) তুহিন সরকার, কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন, কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন, কাজলা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল রশিদ, সদস্য সাংবাদিক পাভেল মিয়া, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধানগণ ও সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।