২৩ সেপ্টেম্বর সোমবার বিকেলে কুড়িগ্রামের নবাগত জেলা প্রশাসক নুসরাত সুলতানা জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের পরিচিতি এবং মতবিনিময় সভা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়।
সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রেজা, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, আইটি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান রানা রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকারিয়া মিয়া প্রমুখ।
সভায় জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন-কুড়িগ্রামের দারিদ্রতা মোচনের জন্য এ অঞ্চলের বেকার জনগোষ্ঠিকে বিদেশে পাঠানোর উপর গুরুত্বারোপ করা হবে।