শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

কুমিল্লার ঐতিহাসিক নজর মামুদ হাজিবাড়ি তিন গুম্বজওয়ালা জামে মসজিদ

ইতিহাস ঐতিহ্যের নিদর্শন হিসাব দাঁড়িয়ে আছে ব্রিটিশ সরকারের আমলে নির্মিত ঐতিহ্যবাহী সেই তিন গম্বুজ ওয়ালা জামে মসজিদটি।যে স্থাপত্যটি কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আজও।

কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের মেহার গ্রামে অবস্থিত মসজিদটি।যা এলাকাবাসীর কাছে তিন গম্বজ মসজিদ নামে পরিচিত।মসজিদটির ভিতর ও বাহিরে রয়েছে দৃষ্টিনন্দন বিভিন্ন কারুকাজ।চিনা মাটির প্লেট ভাঙ্গা দ্বারা বিভিন্ন ডিজাইনে মসজিদ টি নির্মাণ করা হয়মসজিদটির চারপাশের দেয়ালগুলো তিন ফুট পুরো।যার কারণে শীতকালে মসজিদের ভিতর গরম আর গরমকালে ঠান্ডা অনুভূতি হয়।

পুরো মসজিদটি চুনশুরকি দিয়ে তৈরি করা হয়েছ।ভিতরের মিম্বরটিতে রয়েছে সুনিপুণ হাতে নির্মিত অপূর্ব কারুকাজ।একবার দেখলে মন ভরে যায় সৌন্দর্যের কারণে।

মসজিদের দেয়ালে নির্মাণ সন লেখা রয়েছে ১৩৩১ বাংলা ও ১৯২৫ সালে মসজিদটি নির্মাণ করা হয়।তৎকালীন সময়ে জমিদারি প্রথা চালু থাকার কারণে উপজেলার মহিচাইল গ্রামের জমিদার শ্রী ভৈরব চন্দ্র সিংহ এর অনুমতি নিয়ে মেহার গ্রামের তৎকালীন প্রভাবশালী দানবীর ব্যক্তি হাজী নজর মামুদ ১০ শতাংশ জায়গায় এ মসজিদটি নির্মাণ করেন।

হাজী নজর মামুদের নাতি হাজী রমিজ, হাজী আব্দুল খালেক বলেন, মসজিদটি নির্মাণ কাজের সময় জমিদার শ্রী ভৈরব চন্দ্র সিংহ হাতিতে চড়ে এসে নির্মাণ কাজের উদ্বোধন করেন।জমিদার শ্রী ভৈরব চন্দ্র সিংহ তখন একজন প্রভাবশালী জমিদার ছিলেন।যার জমিদারির আওতাধীন এলাকা ছিল চান্দিনা, বরুড়া, দেবিদ্বার ও দাউদকান্দি এলাকা নিয়ে।তৎসময়ে জমিদারি প্রথা চালু থাকার কারণে জমিদারের নির্দেশ মোতাবেক সব কাজ হতো।

মসজিদটি নির্মাণের পর মসজিদটির নাম দেন-মেহার নজর মামুদ হাজীবাড়ি জামে মসজিদ।যা বর্তমানে চান্দিনা উপজেলার সরকারী ওয়েব সাইটে মেহার মধ্যপাড়া

হাজী বাড়ি জামে মসজিদ নামে উল্লেখ রয়েছে।আর উপজেলার ৯ নম্বর মাইজখার ইউনিয়নের সরকারী ওয়েবসাইটে রয়েছে, মেহার রমিজ হাজী বাড়ির জামে মসজিদ নামে।এছাড়াও আন্তর্জাতিক ওয়েবসাইট বাংলা উইকিপিডিয়া সহ দেশী-বিদেশী বিভিন্ন গণমাধ্যমে এ মসজিদ সম্পর্কে বিশেষ আর্টিকেল লেখা রয়েছে।

মূলত মসজিদের নাম হলো নজর মামুদ হাজী বাড়ি জামে মসজিদ।সে সময়ে হাজী নজর মামুদ পায়ে হেঁটে মক্কাশরীফ গিয়ে হজ্ব করেছেন।তৎসময়ে এলাকায় মুসলমানদের নামাজ পড়ার জন্য তেমন উল্লেখযোগ্য কোন মসজিদ ছিল না।তাই তিনি এলাকার মুসলমানদের নামাজ পড়ার জন্য নিজ উদ্যোগে মসজিদটি নির্মাণ করেন।

মসজিদটির সামনে রেখেছেন মুসুল্লীদের বিভিন্ন ধর্মীয় আলোচনা করার জন্য বসার স্থান।মসজিদটির দক্ষিণ পাশে মসজিদের মুসুল্লীদের অযুও গোসল করার জন্য তৎসময়ে তিনি ১২০ শতক জায়গায় একটি পুকুর খনন করে যান।এই পুকুরে পাকা ঘাট রয়েছে।

তিনি মসজিদটি নির্মাণ করে ভবিষ্যতে মসজিদ পরিচালনার জন্য, প্রতি রমজান মাসের কদরের রাতে মসজিদের মুসুল্লীদের খাবার ও মসজিদের ইমাম ও মুয়াজ্জ্বিনের খরচসহ অন্যান্য ব্যয়ভার বহন করার জন্য মসজিদের নামে ২৬৪ শতক জায়গা ওয়াকফ করে দিয়ে যান।

হাজী নজর মামুদের ২ ছেলে ছিল, আপ্তরদ্দী ও মিছির আলী।হাজী সাহেবের মৃত্যুর পর তার দুই ছেলে মসজিদের সবধরনের দেখাশোনা করতেন।ছেলেদের মৃত্যুর পর তার ছেলের ঘরের নাতীরা মসজিদটি এখন দেখাশোনা করছেন বর্তমান সময়ে এসে মসজিদের মুসুল্লীদের স্থান সংকুলান না হওয়ায় তার নাতীরা মসজিদের সামনের খালী জায়গাটি মসজিদের সাথে সংযুক্ত করে সম্প্রসারণ করে মুসুল্লীদের নামাজের জায়গা তৈরি করেন।তার পাঁচ নাতির মধ্যে তিনজন মারা গেছেন।এখন দুই নাতি ও নাতির সন্তানরা মসজিদটি নিয়মিত দেখাশোনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ

x
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com