গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন এ প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শাখায় গ্রাহক সেবা মাস উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে গোয়ালন্দ বাজার ইসলামী ব্যাংক পিএলসির শাখার অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলোয়াত করেন হাফেজ মো. আবু তায়েব।এ-সময় ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মো. আসিফ।
গোয়ালন্দ এজেন্ট ব্যাংকের স্বত্বাধিকারী মো. আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক রাজবাড়ী শাখার ভাইস প্রেসিডেন্ট কাজী জসীম উদ্দিন, সিনিয়র অফিসার আইয়ুব হোসেন, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এড. খান মোহাম্মদ জহুরুল হক, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল, আলজামিয়া নিজামিয়া আরাবিয়া কওমী মাদ্রাসার সুপার মওলানা আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালন্দ পৌর শাখার সভাপতি মো. জালাল উদ্দিন প্রামানিক, ব্যাংকের গ্রাহক এহেতাসামুল হক আব্বাসী সহ বিভিন্ন গ্রাহক, ব্যবসায়ী প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, শরীয়াহসম্মতভাবে ব্যবসা পরিচালনার জন্য ইসলামী ব্যাংক সৃষ্টি হয়েছে।গ্রাহক সেবা নিশ্চিত ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইসলামী ব্যাংক কাজ করে যাচ্ছে।ব্যাংকে যেই সেবা পাওয়া যাবে, এজেন্টেও একই সেবা পাওয়া যাবে।দেশের যেকোনো প্রান্ত থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকেরা তাই অর্থনীতিকভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে ইসলামী ব্যাংকের গ্রাহক বাড়াতে উলামা মাশায়েখ ও ঈমামদেরকেই এগিয়ে আসতে হবে।