সৃষ্টিকর্তাকে স্মরণ
সোহরাব হোসেন
হঠাৎ, কে যেন ইশারায় ডাকছে আমায়?
সরু পথ দু’ধারে ঘন জঙ্গলে আবদ্ধ,
মাগরিব হওয়া হওয়া লগ্নে পশ্চিমা আকাশ
আঁধারে ঢেকে যাওয়ার ধীর প্রবনতা ;
শরৎ চিহ্নে গগনতলে সাদা মেঘের উড়াউড়ি,
ধীরে ধীরে নির্জনতায় ছেয়ে যাচ্ছে চারপাশ !
তবুও সন্ধিক্ষণে একটু পিছন ফিরে তাকালাম
যদিও কেউ নেই তবে দূর পথে আবছা ছায়া ;
ভাবনাগুলো কেন জানি একান্তই অগোছালো ?
খানিকটা পথ আমার আনমনে কেটেই গেছে,
সন্ধ্যা নামা শুরু ইতিমধ্যেই মাগরিবের আযান।
হৃদপটে পরিলক্ষিত চরম ভয়ের’ই কারণ কিন্তু
অনবরতই আমার কলবে্ সৃষ্টিকর্তাকে’ই স্মরণ !