মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদী’র অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে মাদকের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এর নের্তৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
মাদকের সূত্র জানায়, রবিবার দিবাগত রাত ৯টার দিকে আরামবাড়িয়া বাজারে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশির সময় লালপুর হতে ঈশ্বরদীগামী সিএনজি থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।এসময় ফেন্সিডিল বহনকারী শিমুল আলী (২২) ও নুরুজ্জামান ওরফে মোকাব্বর (৪৫) নামের মাদক ব্যবসায়ীদ্বয়কে আটক করা হয়।
শিমুল আলী রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মকবুল হোসেনের এবং নুরুজ্জামান একই উপজেলার কিশোরপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে সোমবার পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।