রাঙামাটি—খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর গুলিতে ৪ জন পাহাড়ি জনতার মৃত্যুতে গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ৫ দলীয় বাম জোট।
জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্র এর সাধারন সম্পাদক বিধান দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সভাপতি এম এ সামাদ, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান, সোস্যালিস্ট পার্টির সভাপতি শাহীন আহমেদ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি তালেবুল ইসলাম ও সমতা পার্টির সভাপতি সামছুল হক এক যুক্ত বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করেন ও নিন্দা প্রকাশ করেছে।
নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ দিন থেকেই পাহাড়ি জনতা তাদের ভূমি অধিকার নিশ্চিত করতে লড়াই করছে।আমাদের শাসকগোষ্ঠী তাদের ভূমি সমস্যা সমাধান না করে জিইয়ে রেখেছে।ফলে মাঝেমধ্যেই পাহাড়ি বাঙালি দ্বন্দ্ব সংঘাত সংঘর্ষ লেগেই থাকে ।আমাদের সেনাবাহিনী সংকট নিরসনে উদ্যোগ গ্রহণ করার বিপরীতে পাহাড়ি জনগণের উপর গুলি বর্ষণ করে।৫ দলীয় বাম জোট এই ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ।
নেতৃবৃন্দ অবিলম্বে পাহাড়ে থেকে সেনা শাসন প্রত্যাহার করার দাবী জানান।অবিলম্বে পাহাড়ি জনগণের ভূমি সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য অন্তর্বর্তী কালীন সরকারের প্রতি জোর দাবী জানান।