পাগল মন
শাহজালাল সুজন
মনটা আমার অনেক পাগল আবোল তাবোল বলি,
মিথ্যার গলায় লাগায় দড়ি সত্যের পথে চলি,
হোঁচট খেলেও পাইনা ব্যাথা অভ্যাস হয়ে গেছে,
মিথ্যাবাদীর ধার ধারিনা সত্যের জয়ে নেচে।
আমি স্বাধীন আমার রাজ্যে আমিই মুরিদ করি,
মানুষ বানাই পাপী লোভকে শক্ত মুঠোয় ধরি।
মন মহাজন সদাই বিরাজ আলো জ্বেলে থাকে,
দ্বন্দ্ব বিভেদ পুড়িয়ে দিই কুণ্ডলীর ওই বাঁকে।
অনেক মাজার মনের ভেতর মন্দির একটা আছে,
ফুল দিয়ে তাই পূজা করি পাঞ্চাতনের গাছে।
সভ্য মানুষ দূরে থাকো উলঙ্গ মন নিয়ে,
পাগল মনটা বাঁধবে তোমরা ক্যামনে বেড়া দিয়ে?
নীতির ক্ষয়ে মনুষ্যত্বে শিকল পড়া দেখি,
লেবাছ দিয়ে সত্য ঢাকে কাজে আসল মেকি।