‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’-স্লোগানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মধুপুর পৌর শাখার কমিটির অনুমোদন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মধুপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সুশীল কুমার দাস ও সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার রবিবার (২২শে সেপ্টেম্বর ২০২৪) বেলা ১১ টায় এই কমিটি ঘোষণা করেন।
এতে সভাপতি হিসেবে সঞ্জয় সিংহ ও সাধারণ সম্পাদক হিসেবে আবির চৌহান সহ ৫১জনের কমিটি অনুমোদন দেওয়া হয়।
এই নবাগত কমিটিকে স্বাগতে জানিয়ে মধুপুর পৌর সভার সনাতনি সমাজ বলেন, এই কমিটি আগামি দূর্গাপূজা সহ সকল সনাতনির পক্ষে কাজ করবে।
এই বিষয়ে নবাগত কমিটির সভাপতি সঞ্জয় সিংহ বলেন, আগামি দূর্গা পূজা সকলেই যেন সুষ্ঠ ভাবে আনন্দঘন পরিবেশে পরিচালনা করতে পারে সেই ব্যাপারে সকল সনাতনিদের কে সাথে নিয়ে সহযোগিতা করবো।
সাধারণ সম্পাদক আবির চৌহান বলেন, আগামিতে আমরা সকল সম্প্রদায় কে নিয়ে মধুপুরে সনাতনিদের জন্য কাজ করবো।