দিনাজপুরের বিরামপুর উপজেলার খাঁনপুর ইউনিয়নের সন্দলপুর (ভাঙ্গা) এলাকা থেকে চৈতি পাহান (৩৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার সন্দলপুর গ্রামের ভাঙ্গা এলাকার আমন ধানের ক্ষেত থেকে বিরামপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
মৃত চৈতি পাহান একই ইউনিয়নের দলদলিয়া গ্রামের সরেন পাহানের স্ত্রী।তিনি পেশায় ঝুট মিলের নারী শ্রমিক।তার সুরভী (৭) ও সৌরভ(৪) নামে এক ছেলে ও এক মেয়ে আছে।
চৈতি পাহানের বড়ভাই মিলু পাহান বলেন, তার বোন পাশ্ববর্তী ফুলবাড়ী উপজেলার লাভলী অটো রাইচ মিলের ঝুটে (বস্তা) তৈরি কাজ করেন।প্রতি শুক্রবার করে সে বাসায় আসতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অজ্ঞতনামা নারীর লাশ উদ্ধারের ছবি ছড়িয়ে পড়লে, তার বোনের ছবি ও জামা কাপড় দেখে চিনতে পারেন।পরে ঘটনাস্থলে এসে তার বোন বলে সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, হাতে শাঁখা, গোলাপী মেক্সি ও লাল পায়জামা পরিহিত ৩০-৩৫ বছর বয়সী এক নারীর মৃত দেহ আমন ধানের ক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক এরশাদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
বিরামপুর থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত কর্মকর্তা) মমিনুল ইসলাম বলেন, চৈতি পাহান নামে এক নারীর লাশ ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।হত্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।