মেলা দেখা
বিপুল চন্দ্র রায়
পূজার খুশি রাশি রাশি
বাজবে সুখের বাজনা বাঁশি।
খোকাবাবু খুশিতে নাচে
বাহ!তা ধিন ধিন।
খোকাবাবু গাইছে গান
ধরছে বায়না ঘুরবে মেলা
কিনবে গাড়ি, হাতি ঘোড়া
খাইবে সন্দেশ,মিষ্টি গোল্লা।
একটা গাড়ি হবেনা খোকার
কিনবে জিনিস মেলা মেলা।
বন্ধুদের নিয়ে করবে মেলা,
বড় মানুষ হলে খোকা।