বগুড়ার সারিয়াকান্দিতে ঝড়ে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে ওয়াহেদা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পৌর এলাকার ৩ নং ওয়ার্ড পুলিশ লাইনে এ ঘটনা ঘটে।
নিহত ওয়াহেদা ৫ সন্তানের জননী। কিছুদিন আগে এক ছেলে মারা যায়।নিহত ওয়াহেদা (৫৫) ওই এলাকার মৃত সাহেব আলীর স্ত্রী।
জানা গেছে, বিকেলে বাড়ির পার্শ্বে থেকে ছাগল আনতে গিয়েছিলেন।এ সময়ে হঠাৎ ঝড় শুরু হয়।ঝড়ে ভেঙে পড়া ইউক্যালিপটাস গাছের ডাল মাথায় পড়ে ওয়াহেদা আহত হলে তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।