আমি যোগদানের পর থেকে শালিখা উপজেলা প্রশাসনসহ শালিখা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাকে ফুলেল শুভেচ্ছা জানানোয় আমি তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি শালিখা উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করার মাধ্যমে আমি শালিখাবাসীর ভালোবাসার প্রতিদান দিতে চাই।
আজ শনিবার সাংবাদিদের নিকট দেওয়া এক সাক্ষাৎকারে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ এসব কথা বলেন।
এর আগে গত এক সপ্তাহ ধরে মাগুরার শালিখা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা মমতাজকে শালিখা উপজেলা প্রশাসন, শালিখা উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামী শালিখা উপজেলা শাখার নেতৃবৃন্দ, শালিখা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র জনতাসহ শালিখা উপজেলার বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।