বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পৌর হিন্দুকান্দি এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাওহিদ ইসলামের বিরুদ্ধে প্রায় কোটি টাকা আত্মসাৎ, নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী উপজেলা নিবার্হী অফিসার বরাবর অভিযোগ পত্র দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিবাদী অধ্যক্ষ তাওহিদ ইসলাম ও তার পিতা মৃত আলী আজগর গত ডিসেম্বর ২০১৭ খ্রিষ্টাব্দে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপিত করেন।কলেজ খুলে শিক্ষকদের নিকট থেকে লাখ লাখ টাকা নগদ অর্থ গ্রহণ করে।অধ্যক্ষ চাকুরি স্থায়ীকরণ করার কথা বলে পর পর টাকা গ্রহণ করে কোটি টাকার নিয়োগ বাণিজ্য করেছে।
এছাড়াও প্রতিষ্ঠানের নামে ২৯ শতাংশ জমি থাকলেও সামনের ৮ শতাংশ জায়গা নিজ নামে দলিল করে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের সাথে প্রতারণা করেছে।অধ্যক্ষ চাকুরি দেওয়ার নামে উক্ত প্রতিষ্ঠানটি গড়ার লক্ষ্যে প্রায় দেড় কোটি টাকা গ্রহণ করে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে।শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা দীর্ঘ ৮ বছর প্রতিষ্ঠানে বিনা পারিশ্রমিকে কাজ করে আসছে।বর্তমানে প্রতিষ্ঠানটিতে ছাত্র-ছাত্রী না আশায় বন্ধের উপক্রম হয়েছে।আমরা টাকা ফেরত চাই।অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ ও সংশ্লিষ্টদের সুষ্ঠ বিচার দাবী করছি।
এসব অভিযোগের বিষয়ে জানতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ তাওহিদ ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।