জকিগঞ্জের সাব-রেজিস্ট্রার আব্দুস সালামের সাথে বৃহস্পতিবার বেলা ৩ টার সময় তার কার্যালয়ে মতবিনিময় করছেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ জকিগঞ্জের মানুষের জায়গা-জমির রেজিস্ট্রারী সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিরসনে সাব-রেজিস্ট্রারের সাথে মতবিনিময় করেন।
সাংবাদিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন মানুষ যাতে সহজে কোনো প্রকার হয়রানি ছাড়া জায়গা-জমির দলীল করতে পারে।
এসময় সাব-রেজিস্ট্রার আব্দুস সালাম ভূমির রেজিস্ট্রারি সম্পর্কে বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে এসব নিরসনে সামাজিক ভাবে উদ্যোগ নেওয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, কোষাধ্যক্ষ তারেক আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক লিমন তালুকদার, সদস্য আব্দুস শহীদ শাকির, আজাদুর রহমান ও ছাইফুর রহমান প্রমুখ।