শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

লন্ডনে বই মেলার একযুগ পূর্তিতে হয়ে গেলো বর্ণাঢ্য আয়োজন

গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর ২০২৪ ইং দুইদিন ব্যাপি অনুষ্ঠিত হয় সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের বাঙালীদের প্রানের মেলা বই মেলা।

এবারের বই মেলা পার করলো এক যুগ তাই বাঙালী ও বিদেশীদের কাছে ছিল একটি বিশেষ দিন।বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশের লেখক পাঠকদের পদচারনায় মেলা প্রাঙ্গন মুখরিত হয়ে উঠেছিল তাই সবাই বলেছিল এ যেন একটুকরো বাংলাদেশ।

বইমেলাকে কেন্দ্র করে প্রায় ১৭ টি নতুন বই বের হয়েছিল। সবচেয়ে আকর্ষনীয় ছিল সাংস্কৃতিক আয়োজন।স্বরচিত কবিতা পাঠ, গান ও নৃত্য।

আন্তর্জাতিক নৃত্যশিল্পী মোহাম্মদ দ্বীপ বলেন, আমি একযুগ পার হওয়ার বইমেলার একজন স্বাক্ষী হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।সবচেয়ে ভালো লেগেছে যখন সবাই আমাকে পর পর দুটো নৃত্য করার জন্য অনুরোধ করেছিল।যদিও আমি একটি নৃত্য করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম।আমি ও আমার সংগঠন “নদী মিউজিক এন্ন্ড ড্যান্স মিডিয়া ইউকে “এর পক্ষ থেকে অংশগ্রহন করেছিলাম।দু’টো দিন কোনদিক দিয়ে চলে গেল টের পেলাম না।বই মেলা বার বার ফিরে আসুক এই কামনা করি।এবারের বইমেলায় অনেকের বই কিনেছি তাদের মধ্যে আমার অত্যন্ত প্রিয় মোহাম্মদ ফযজুল ইসলাম ভাই,মুহম্মদ মুহিদ ভাই, মোসাঈদ ভাই ও মোহাম্মদ ইকবাল ভাই এর বইগুলো নিয়েছি ও গিফট পেয়েছি ।

পরিশেষে আয়োজকদের ধন্যবাদ দিতে চাই যারা আমাকে বার বার আমন্রন করে তাদের মধ্যে শ্রদ্বেয় ময়নুল ভাইয়া, আব্দুল্লা ভাইয়া, মোহাম্মদ মুহিদ ভাইয়া ও আরো অনেক কে আমার অসংখ্য ধন্যবাদ ও দোয়া রইলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ

x
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com