চাষা ও জেলে শহুরে
– মোঃ মুসা
জেলে ধরে আনে মৎস্য কে না খায় তবে,
কেনে তাকে ছোট চোখে দেখো তব সবে।
এই যে চষার ছেলে বলে ঘেন্না করে যাবা,
চাষাদের ওই ফসল ছাড়া তুমি কি আর খাবা।
ঘেন্না যদি তবে পাচ্ছো চাষ ছেড়ে দাও দাসে,
দেখি ওরা এই জগতে কি খেয়ে আজ বাঁচে?
ঢাকার শহর বাড়িওয়ালা ঘেন্না করে চাষী,
চষার হাতের সৃষ্টি তুমি খেয়ো না এই বাসী
চষার ছেলে দেখে তাকে মনে করো ক্ষেত,
ঘেন্নার হাতের সৃষ্টি কেনো খাওয়ার দাও সংকেত