গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার চোরামুখা খালের পাড় এলাকা থেকে ধারালো অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন ও নৌবাহিনীর কন্টিনজেন্ট।
আটক সন্ত্রাসীর নাম রিশিকেশ মন্ডল (২৪)।তিনি কয়রা উপজেলার জোড়শিং গ্রামের নিতাই চন্দর ছেলে।
গত ১৬ সেপ্টেম্বর সোমবার রাত ৭ টার দিকে কোস্টগার্ড স্টেশন কয়রা ও নৌবাহিনী কন্টিনজেন্টের যৌথ অভিযানে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর সোমবার রাত আনুমানিক ৭টার সময় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কয়রা ও নৌ বাহিনী কর্তৃক খুলনা জেলার কয়রা থানাধীন চোরামুখা খালের পাড় সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করে উক্ত এলাকা হতে নাশকতাকারী রিশিকেশ মন্ডল (২৪) কে তল্লাশি করে ১টি ধারালো অস্ত্র (চায়নিজ কুড়াল) সহ ১টি লোহার চেইন জব্দ করা হয়।পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্য অনুযায়ী, একটি পুকুর পাড়ে মাটিতে পুতে রাখা ২ টি নকল রাইফেল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উক্ত অস্ত্র সমূহ ব্যবহার করে আটককৃত ব্যক্তি জোড়শিং, কয়রা এলাকায় চিংড়ি ঘের দখল ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতো বলে জানা যায়।
জব্দকৃত ধারালো অস্ত্র, নকল রাইফেল ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্থান্তর করা হয়।