রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সারিয়াকান্দিতে যুবদলের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান সাংবাদিক রুবেলের মায়ের মৃত্যুতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শোক বিএনপি সংখ্যালঘুতে বিশ্বাস করে না-শামা ওবায়েদ রিংকু শ্লীলতাহানি ও মারধরের অপমান সহ্য করতে না পেরে তরুণীর আত্মহত্যার চেষ্টা হিন্দু-মুসলিম মিলেমিশে শান্তিতে থাকবো আমরা : নন্দীগ্রামে মোশারফ হোসেন মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাবেক মেয়র বিএনপি নেতা মিনু সাপাহার সীমান্ত বিজিবি কর্তৃক বিভিন্ন পুজা মন্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন বিএনপি সব ধর্মের মানুষের পাশে আছে : শামা ওবায়েদ “প্রভাত ফিরে এসো” দিয়ে মঞ্চ মাতালেন অভিনেত্রী উর্মি ঝালকাঠি বিসিক শিল্পনগরী ৭৯টি প্লটের মধ্যে ৫৬টিই ফাঁকা
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

মোংলায় রাস্তা আটকে রমরমা মাছের ব্যবসা!

মোংলায় রাস্তা আটকে ভটভটি, অটোভ্যান ও ট্রাক রেখে চলছে রমরমা মাছের ব্যবসা।এসময় কোনো যানবাহন চলাচল করতে না পারায় বাড়ছে জনদুর্ভোগ।এছাড়া মাছের পানি পড়ে অনবরত সড়কগুলো ভিজে থাকছে।ফলে যানবাহন চলাচলের সময় পাকা সড়ক নষ্ট হয়ে খোয়া বেরিয়ে পড়েছে।

সচেতন মহলের দাবি দ্রুততম সময়ের মধ্যে সড়কের ওপর মাছের ব্যবসা বন্ধ করা না গেলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত আঞ্চলিক ও গ্রামীণ সড়কগুলো খানাখন্দে ভরে যাবে। এতে বাড়বে দুর্ঘটনার ঝুঁকি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, পৌর শহরের অন্যতম সড়ক তাজমহল রোডের দু’ পাশ আটকে ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত ট্রাক, অটোভ্যানক ও ভটভটি রেখে মাছ বিক্রি করা হচ্ছে।এছাড়াও আরও বেশ কয়েকটি স্থানে সড়কের ওপরে ভটভটি ও ছোট ট্রাক রেখে মাছে দেওয়া বরফ বিক্রি করা হচ্ছে।

ভূক্তভোগি অটোভ্যান চালক ওয়াহেদ গাজি, মোঃ সোবাহান মল্লিক ও নাসির উদ্দিন বলেন, প্রতিদিন ১৫-২০ বার এই সড়ক দিয়ে যেতে হয়। কিন্তু সড়কের দু’ পাশে মাছের ব্যবসা করায় আমাদের সময়ের অপচয়সহ যানজট সৃষ্টি হচ্ছে।মাছের গাড়িতে মাছ উঠানো পর্যন্ত সড়কে দাঁড়িয়ে থাকতে হয়।মাছ দেওয়া শেষ হলেই আমরা চলাচল করতে পারি।এতে চরম দূর্ভোগে পড়তে হয় তাদের।

সাধারণ পথচারী মোংলা সরকারি কলেজের শিক্ষক মনিমোহন অধিকারী বলেন, তার মতন অনেকেরই চলাফেলা প্রতিনিয়ত দূর্ভোগে পড়তে হয়।

রাস্তা আটকে দু’ পাশে মাছের ব্যবসার কারণে এই দূর্ভোগ উল্লেখ করে তিনি বলেন, অবিলম্বে মাছের ব্যবসা পৌর শহরের ফাঁকা স্থানে নিলে ভোগান্তি থেকে তারা পরিত্রাণ পাবেন।

সড়কে দু’ পাশ আটকে মাছের ব্যবসার কারণে জন দুর্ভোগ হচ্ছে স্বীকার করে মাছ ব্যবসায়ী বাবু মোল্লা ও রুবেল হোসেন বলেন, রাস্তার দু’ পাশে মাছের আড়ৎ থাকায় এই সমস্যা সৃষ্টি হচ্ছে, কি করার আছে বলেন? পৌর কর্তৃপক্ষ এই সড়কটির (তাজমহল রোড) দু’ পাশ আরও বড় করলে এই সমস্যা থাকবে না বলেও জানান তারা।

এ বিষয়ে মোংলা উপজেলার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলাম বলেন, এ পর্যন্ত বেশ কয়েকটি মোবাইল কোর্ট পরিচালনা করাসহ ৫০ এর বেশি ব্যক্তিকে অর্থদন্ড দেওয়া হয়েছে।কিন্তু তাতেও সমস্যার সমাধান হচ্ছে না।এ ক্ষেত্রে মাছ ব্যবসায়ীদের উচ্ছেদ করে বিকল্প কোন জায়গা দেওয়া হবে সেটি নির্ধারণ করা হবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ

x
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com