বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
মনের ক্যানভাসে

হালিমা বিবিঃ
- আপডেট সময় : ০৭:০৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ৩৯৮ বার পড়া হয়েছে

মনের ক্যানভাসে
হালিমা বিবি
আকাশের বুকে যত তারা,তোমার হৃদয়ে হোক তত ভালোবাসা।
মেঘেরা যত দিক উঁকি,সে ভালোবাসা থাকে যেনো আমারই।
আমার খোঁপায় বাঁধা লাল কৃষ্ণচূড়া,হয় যেনো রোজ তোমার থেকেই পাওয়া।
তোমার ওই মায়াবী দৃষ্টি, শুধু আমার জন্য হোক সৃষ্টি।
আমি চাইলেই হয়ে যেও নীলপদ্ম,মনের সরোবরে জমা হাজারো যত্ন।
কাশফুলের সাদার মতো স্বচ্ছ আমার এ ভালোবাসা।
জেনে রেখো মনের ক্যানভাসে শুধু তোমারই ছবি আঁকা।
শিক্ষার্থী : ইবনে সিনা নার্সিং ইন্সটিটিউট, কল্যাণপুর, ঢাকা।