অন্তর গেছে পচে
হাসু কবির
তোর,
অন্তর গেছে পাপে পচে
কী হবে গায় মলম ঘষে,পাবি না তুই ফল
সারবে ঘা তোর, নামাজ শেষে,ফেললে চোখের জল।
পাপ সাগরে ডুব মারিলে হৃদয় পচন ধরে
কী যে জ্বালা এই পচনে বুঝবি মরার পরে।।
ও তুই বুঝবি মরার পরে।
সময় থাকতে মোনাজাতে নামা চোখে ঢল।
সারবে ঘা তোর নামাজ শেষে,ফেললে চোখের জল।
অন্তরে জপ আল্লাহ নাম হৃদয় রবে তাজা
সুখ পাবি তুই দুই ভুবনে ক্ষমা হবে সাজা
ও তোর ক্ষমা হবে সাজা।
অনন্তকাল থাকবি রে তুই স্বর্গ সুখের তল
সারবে ঘা তোর নামাজ শেষে,ফেললে চোখের জল।
তোর,
অন্তর গেছে পাপে পচে
কী হবে গায় মলম ঘষে,পাবি না তুই ফল
ঐ,,,,,,
কালিয়াকৈড়, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।