আজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব মানবতার শ্রেষ্ঠদূত মানব জাতির শিরোমণি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিময় দিন, সোমবার (১৬সেপ্টেম্বর) ১২ রবিউল আউয়াল।অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালিত হয়।৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে সৌদি আরবের মক্কা নগরে বিখ্যাত কোরাইশ বংশে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন।৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।
দিনটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের কর্মসূচি।তারপর হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবনী নিয়ে আলোকপাত করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মোতাহার হোসেন।
সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুসের পরিচালনায় দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ সাজেদুল করিম, মোঃ শহিদুল হাসান, মোঃ তরিকুল ইসলাম ও মোঃ রাসেল রানা।
এরপর সহকারী শিক্ষক( ইসলাম ধর্ম) মাওলানা মোঃ আব্দুল আলিমের সঞ্চালনায় শিক্ষার্থীদের অংশ গ্রহনে হাম-নাত, ইসলামি গজল, মহানবীকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি ও ইসলামি সংগীত পরিবেশিত হয়।সবশেষে সকল মুসলিম উম্মতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।