সারিয়াকান্দিতে বাড়ইপাড়া আস্ সালাফিয়া হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানায় আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) মাগরিব নামাজের পর অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের আয়োজনে মাদ্রাসার প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা ও মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সারিয়াকান্দি ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ আবুল কাশেম।
আলোচনা সভায় শোনপচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান রাজুর সঞ্চালনায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার দাতা ও প্রতিষ্ঠাতা আরিফ আহম্মদ জুফি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাইদ আহম্মেদ জাকি, বিশিষ্ট শিক্ষাবিদ রবিউল ইসলাম, আলহাজ্ব নজরুল ইসলাম বাদশা, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এ্যাড.শরিফুল ইসলাম হিরা, বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান, পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান সুফল, সাবেক কাউন্সিলর খাজা নাজিমুদ্দিন, সাংবাদিক মামুনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: ২০০৮ সালে অত্র মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হলে এলাকারসহ বিভিন্ন এলাকার দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পেত।কিন্তু কিছু অসুবিধার কারণে প্রায় ১ বছর মাদ্রাসাটি বন্ধ থাকে।এতে করে ধর্মপ্রাণ মুসল্লীদের ছেলেমেয়েদের পড়াতে বিড়ম্বনায় পড়তে হয়েছে।
আলোচনা ও মতবিনিময় সভায় অত্র এলাকার সকলের সম্মতিক্রমে ও সবার সহযোগীতায় মাদ্রাসা চালু করা সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় অত্র এলাকার সবাই মাদ্রাসার জন্য সহযোগিতার আশ্বাস দেন।