শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

কুলাউড়ায় উপজেলা তালামীযের মীলাদুন্নবী (সা.) র‌্যালি অনুষ্ঠিত

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে ১৬ সেপ্টেম্বর (সোমবার) কুলাউড়া শহরে হাজার হাজার মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘মুবারক র‌্যালি’।

র‌্যালিতে অংশগ্রহণের জন্য সকাল থেকেই শহরস্থ আলালপুর আত্তর খান হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে কুলাউড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন।

সকাল ১১ ঘটিকা থেকে যুহরের পূর্ব পর্যন্ত প্রিয়নবী (সা.) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও অতিথিবৃন্দ।

বাদ যুহর শুরু হয় র‌্যালি।প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক,নানা রঙের ফেস্টুন ও প্লেকার্ড র‌্যালিতে শোভাবর্ধন করে।আশিকে রাসূল ছাত্রজনতার সুরে সুরে ধ্বনিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি।ত্বালায়াল বাদরু আলাইনা, সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা-বি কামালিহি, শামছুদ্দুহা আসসালাম, এরকম অগণিত নাত-এর সুমধুর সুর লহরি শহরের আকাশ বাতাস মুখরিত করে।

উপজেলা তালামীযের সভাপতি ইমরান আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠিত র‌্যালিপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আল ইসলাহ’র সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, বিভিন্ন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফিজ আনসার উদ্দিন, কুলাউড়া পৌর আল ইসলাহ’র সভাপতি কাজী মাওলানা খন্দকার ফখরুল ইসলাম, উপজেলা আল ইসলাহ’র সহ সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই প্রমুখ।

উক্ত মুবারক র‍্যালীতে অংশগ্রহণ করেন, কেন্দ্রীয় তালামীযের সাবেক অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ, সাবেক সহ প্রচার সম্পাদক কাজী আব্দুস সামাদ আজাদ, কুলাউড়া উপজেলা আল ইসলাহ’র সহ সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম, মাওলানা আবু আইয়্যুব আনসারী, মাওলানা মখলিছুর রহমান, কাজী মখলিছুর রহমান, পৌর আল ইসলাহ সহ সভাপতি হাফিজ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জায়েদ বখশ টিপু, কুলাউড়া উপজেলা আল ইসলাহ’র সহ সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব জাকির, হাফিজ শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজ বদরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উক্ত মুবারক র‍্যালীতে কুলাউড়ার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ এবং আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কুলাউড়া বাজারের ব্যবসায়ী ও যাত্রী সাধারণের সাময়িক যাতায়াতে বিঘ্ন ঘটায় নেতৃবৃন্দ আন্তরিক দুঃখ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ

x
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com