পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য র্যালি করেছে আশেকে রাসুল (সাঃ) বওলা ইউনিয়ন শাখা,ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের সকল তরিকত পীর মাশায়েখ ও আহলে বায়াত এবং পাক পাঞ্জাতনের অনুসারী ও ভক্তৃবৃন্দের উদ্যোগে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বওলা বাজারের ভান্ডারী মোড় কদর খাঁ ভান্ডারীর মাজার প্রাঙ্গন হতে মিছিল বের হয়ে ধৌবাউড়া তারাকান্দা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাজারে গিয়ে শেষ হয়।
আলহাজ্ব আব্দুল কুদ্দুস ভান্ডারীর সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফকির সাধারণ সম্পাদক ওয়াসেল তালুকদার, সেলিম খান, সাজন খান ও আশেকে রাসুল (সাঃ) বওলা ইউনিয়ন শাখার আয়োজক কমিটির শাখায়াত হোসেন তালুকদার, দেলোয়ার হোসেন উজ্জ্বল ভান্ডারী, রেজাউল ইসলাম কান্ডারী, সুলতান, রতন, শহিদ ভান্ডারী প্রমুখ সহ পীর মাশায়েখ ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।