বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সিরাত র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এ উপলক্ষ্যে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় পৌর আমির এনামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াত আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন।
এসময় সারিয়াকান্দি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা কাজী জহুরুল ইসলাম, এনামুল হক চন্দনী, প্রচার সম্পাদক সাদিকুল ইসলাম স্বপন, পৌর নায়েবে আমির নজরুল ইসলাম সেলিম, বনি আমিন, মাওলানা আব্দুর রহমান প্রমুখরা উপস্থিত ছিলেন।
এর আগে আলোচনা সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন আবু তালেব।