বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
তুমি আসবে বলে

ইশফাক জাহান এশাঃ
- আপডেট সময় : ০৬:৪৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ৬১ বার পড়া হয়েছে

কবিতার নাম: তুমি আসবে বলে
কলমে: ইশফাক জাহান এশা
গাছে গাছে শিউলি ফুটেছিল,
তুমি আসোনি বলে অভিমানে ঝরে গেল।
আকাশমনি বলছিল, তোমার আসার খবরে তারা ও সেজেছে হলুদ রঙে, কিন্তু তুমি আসোনি।
তাই আকশমনি পন করেছে কালো হয়ে শুকিয়ে যাবে।
কাশগুলো তার শুভ্রতা ছড়াচ্ছে তোমার আগমনীতে,
যদি না আসো, ওরাও বলেছে হাওয়ায় মিলিয়ে যাবে।
তোমার আসার খবরে,
চাঁদ ও যেন সেজেছে এক অন্য ভঙ্গিমায়।
ঋতু ধরা দিয়েছে তার পূর্ন যৌবন নিয়ে,
তোমার আশায় আশায় একসময় হয়তো ক্লান্ত হয়ে,
প্রচন্ড হিম নিয়ে আসবে।
পায়ে পড়ি তোমার, ঋতু কে কষ্ট দিও না, চোখের অশ্রু ঝরিও না।
জানি,এত সব অপেক্ষার কথা জেনেও তুমি আসবে না।
কীসের এত অভিমান?
সব অভিমান ভেঙে একবার কি আসা যায় না?