কুড়িগ্রামে স্থানীয় স্টেকহোল্ডার ও বিভিন্ন গ্রুপের সাথে শিশু নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে আচরণগত বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০ ঘটিকায় মৌ-বাজার আনছার ক্লাবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
৩ নং ভোগডাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোগডাঙ্গা মডেল কলেজের প্রফেসর নুর আলম বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-মধ্য কুমরপুর এম এল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই, ভোগডাঙ্গা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ সহকারী মোছঃ মৌসুমী আক্তার, ক্লিনিকপাড়া জামে মসজিদের ইমাম আহসানুল ইসলাম, রমনী চক্রবর্তী-পুরোহিত সাধুররাম মধ্য কুমুরপুর ভোগডাঙ্গা সহ আরো অনেকে।
আরো বক্তব্য দেন, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায় ও সাগর ইসলাম।
বক্তারা বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।