বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের উপকুলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃস্টি অব্যাহত রয়েছে।এ কারনে উপকুলীয় অঞ্চল ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।ফলে আজ শনিবারও মোংলাসহ তিন সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।
লঘুচাপ পরবর্তী নিম্নচাপে রুপ নেয়ায় বৃহস্পতিবার বিকেল থেকে মোংলাসহ সুন্দরবন উপকূলে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।ভারী বৃষ্টিতে ব্যহত হয়েছে বন্দরে অবস্থানরত বানিজ্যিক জাহাজের পণ্য খালাস ও পরিবহণের কাজে।
এদিকে গত ২৪ ঘন্টায় মোংলায় ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস আগামী কয়েকদিন ধরেই অব্যাহত থাকবে।অপরদিকে টানা ভারী বর্ষণে এখানকার জনজীবনে তার বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে।বৃষ্টির পানিতে নিচু এলাকায় জলাবদ্ধতাসহ চিংড়ির তলিয়ে ক্ষতির আশংকায় স্থানীয়রা।এছাড়া জনজীবনে এক ধরণের বৈরী আবহাওয়া বিরাজ করছে।
এদিকে ভারি বৃস্টিপাত ও বৈরি আবহাওয়ায় সুন্দরবনের করমজলসহ দর্শনীয় স্পট ও পর্যটন কেন্দ্র পর্যটক শুণ্য হয়ে পড়েছে।