লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ এ২ জেলার মাননীয় জেলা গভর্নর লায়ন মোহাম্মাদ হানিফ মহোদয় এর এ বছরের কল “মানবতা আমাদের অনুপ্রেরণা” এ স্লোগান সামনে রেখে LCIF EMERGENCY GRANT এর অর্থায়নে ও লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনার সার্বিক সহযোগিতায় সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর ভাঙ্গন কবলিত ও বন্যাদুর্গত হতদরিদ্র ৪০০ পরিবারের মাঝে ৮টি আইটেম সম্বলিত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ১৪ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ফুলজোড় চর এলাকায় কর্মসূচি উদ্বোধন লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫এ২ এর জেলা গভর্নর মোহাম্মদ হানিফ, এমজেএফ।
উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনার জোন চেয়ারম্যানপারসন (ক্লাব) ও সাবেক সভাপতি লায়ন মো: শাহিন আকতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন এজাজ আহমেদ, ক্যাবিনেট সেক্রেটারি, লায়ন্স সামিউল মোক্তাদির এমজেএফ, জিএলটি, লায়ন এসএম শরিফুল ইতিহাস পিএমজেএফ, লায়ন লিটল আহমেদ ও লায়ন মাসুদ করিম, রিজিওনাল চেয়ারপারসন (ক্লাব) প্রমুখ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ সভাপতি লায়ন মো: হাসানুর রহমান, লায়ন প্রকৌশলী মোশাররফ হোসেন, লায়ন মোঃ মোহাম্মদ আলী জিন্নাহ, লায়ন টিএম রুহুল আমিন, লায়ন মো : জাহিদুল ইসলাম, লায়ন আসাদুজ্জামান খান মিলন, দোলা, কামরুল, মমিন, শাহাদাত, শিউলি আকতার ও আশরাফ প্রমুখ।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাউল-৫ কেজি, ডাল- ১ কেজি, আলু-২ কেজি, লবন-১ কেজি, চিড়া-১ কেজি, সাবান (কাপড়)-১টা, তেল-হাফ লিটার ও গুড় ১ কেজি।