বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
ইনসাফ আর বিশ্বাস

ইমতিয়াজ সুলতান ইমরান :
- আপডেট সময় : ০৬:৩৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ৬০ বার পড়া হয়েছে

ইনসাফ আর বিশ্বাস
ইমতিয়াজ সুলতান ইমরান
ইনসাফ সাব চলে গেছেন
প্রাণের ভয়ে পাঞ্জাবে
নীতির কথা বললে নাকি
হঠাৎ করে প্রাণ যাবে।
মুখোশধারী লোকের ভিড়ে
ইনসাফের আদর নাই
উঁচু ডালে মুচকি হাসে
মানুষরূপী বাঁদররাই।
বিশ্বাস চাঁন চলে গেছেন
জ্ঞাতি ভাইয়ের ভারতে
বাংলাদেশে বিকেন তিনি
পণ্য বেচার আরতে।
বিশ্বাস খুব সহজ মানুষ
এই দেশে তার শক্তি নাই
সোজা পথে চলেন বলে
কারও কোনো ভক্তি নাই।
ইনসাফ নাই বিশ্বাস নাই
দেশ ভরেছে উল্লুকে
দেশ নাকি তাই পরিণত
হচ্ছে মগের মুল্লুকে।
ছড়াকার, শিশুসাহিত্যিক
কাকুয়ারপার
ক্যাডেট কলেজ
এয়ারপোর্ট, সিলেট।