উচিত কথা
আয়াজ আহমদ মাঝারভূঁইয়া
পাগল হয়ে যেতাম কোনদিন হইনি পাগল আজো,
এই তো হাতে গুণে গুণে খাচ্ছি বাদাম কাজু!
পাগল কি আর এতো বুঝে খুঁজে বাঁচার উপায়?
পাগল কি আর মহাসুখে নাচতে জানে দুপায়!
বলতে পারো মৌন মুখে ঠোঁট নাড়িয়ে চলি,
বলতে পারো খুব জরুরী কথাবার্তা বলি।
তাও যদি নাইবা বলো বলো আমায় পাগল,
পাগল বেটার উগারতলে তোমরা আমার ছাগল!
থাকলে তোমার বুদ্ধি বিচার বলতে আমায় অন্য,
এই বেটাটা নয়রে পাগল পা-গলে ও ধন্য।
উচিত কথা বলার সাহস কয়জনের বা আছে?
স্বার্থ ছাড়া চলা কঠিন কাঙাল হয়ে বাঁচে।