জামান সরকার, হেলসিংকি থেকেঃ গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. শওকত আলী দিদারকে হত্যা এবং সভাপতি এস এম জিলানী ও রওশন আরা রত্নাসহ নেতা-কর্মীদের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফিনল্যান্ড শাখা।
শুক্রবার সন্ধ্যায় ফিনল্যান্ড বিএনপির অফিসিয়াল ফেসবুকে এক ষ্ট্যাটাসে দলের সভাপতি কামরুল হাসান জনি ও সাধারন সম্পাদক জামান সরকার এক বিবৃতিতে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও পরাজিত শক্তির দোসররা দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে।তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে।
নেতৃবৃন্দ বলেন, অবৈধ আওয়ামী শাসনামলে এই সন্ত্রাসীরা অনেক কালোটাকা উপার্জন করেছে।সেই কালোটাকা তারা এখন সন্ত্রাসী কর্মকাণ্ডে কাজে লাগাচ্ছে।ষড়যন্ত্রকারীরা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না বলেই দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে।এসব ঘটনা একটি গভীর চক্রান্তের বহিঃপ্রকাশ।এই সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করার কোনো বিকল্প নেই।তারা এসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
নেতৃবৃন্দ মো. শওকত আলী দিদারের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বিবৃতিতে আরো স্বাক্ষর করেন, দলের প্রধান উপদেষ্টা মোঃ আবদুর রশিদ, সিনিয়র সহ সভাপতি মবিন মোহাম্মদ, সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, এজাজুল হক ভূঁইয়া রুবেল, তাপস খান, এনাজুল হক, মাসুদ রহমান, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক, মোকলেসুর রহমান চপল, সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ সামসুল আলম, মোঃ রবিউল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শামীম বেপারী, অঞ্জন হাওলাদার, মেহেদি হাসান লিউ প্রমুখ।