শ্রদ্ধেয় স্বৈরাচার আপা,
আজ এই বিশেষ দিনে, আপনার কথা খুবউই মনে পড়ছে।আজ আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি।এখন অন্যায়ের বিরুদ্ধে পোস্ট করলে ডিজিটাল আইনে আর মামলা হয় না। বাসায় শান্তিতে ঘুমাতে পারতেছি।কৃতজ্ঞতা আপা, আমাদের একতাবদ্ধ করবার জন্যে।
এই ক্রান্তিলগ্নে বাংলাদেশের আপনাকে ভিষণ প্রয়োজন।দয়া করে নৌকা ওহ সরি, হেলিকপ্টার নিয়ে দেশে আসেন আপা, দেশের মানুষ আপনার ফেরার অপেক্ষায় আছে।
“তাড়াতাড়ি দেশে আসো, স্বৈরাচার
এবার দেশের মানুষ করবে তোমার বিচার”
ইতি আপনার স্নেহের
বৈষম্য বিরোধী রাজাকার