বগুড়ার সারিয়াকান্দিতে পৌর ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ৪নং ওয়ার্ডের দক্ষিণ হিন্দুকান্দি এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাফফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি।
আলোচনা সভায় ৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সমাদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, সহ সভাপতি লাল মাহমুদ লাল, জহুরুল ইসলাম নেদো, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, তাহেরুল ইসলাম পাঞ্জাব, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পলাশ, পৌর শ্রম বিষয়ক সম্পাদক বুলবুল শেখ, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জহুরুল, পৌর ছাত্রবিষয়ক সম্পাদক মোস্তফা মামুনসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।