সিরাজগন্জের কাজিপুরে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
১২ সেপ্টেম্বর দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজিপুর এর আয়োজনে উপজেলা কৃষি অধিদপ্তর চত্বরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন।
সভাপতি হিসেবে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম।
এসময় তিনি বলেন, “কৃষিকাজে এবং কৃষকের দিক বিবেচনা করে, সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।এদেশের সব চেয়ে বড় শক্তি এই কৃষি সেক্টর।তাই কৃষকদের সার্বিক সহযোগিতা ও কৃষি প্রনোদনার মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কৃষিকে আরো বেগবান করতে সরকার কৃষি প্রনোদনার পাশাপাশি কৃষকদের বিভিন্ন ধরনের সহযোগীতা করে যাচ্ছেন।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফয়সাল আহমেদ, ইলা রানী দাস সহ উপসহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ সহ সুবিদাভোগি কৃষকগণ।
এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৯০ জন কৃষকের মাঝে প্রত্যেকে ১ বিঘার জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।